• ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

যুক্তরাজ্যের সর্ববৃহৎ আবাসিক মহিলা মাদ্রাসায় CLAYTON BRADFORD UK ভয়াবহ অগ্নিকাণ্ড

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২১
যুক্তরাজ্যের সর্ববৃহৎ আবাসিক মহিলা মাদ্রাসায় CLAYTON BRADFORD UK  ভয়াবহ অগ্নিকাণ্ড

 

বিবিএন নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের সর্ববৃহৎ আবাসিক মহিলা মাদ্রাসা জামেয়া ইমাম মোহাম্মদ জাকারিয়া (রহ.)CLAYTON BRADFORD UK আজ সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। সকাল ৮ টায় সেখানে অবস্থানরত
দায়িত্বপ্রাপ্তরা কিছু বুঝে উঠতে না পারার আগেই অগ্নিকাণ্ডের সুত্রপাত বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
অগ্নিকান্ডে প্রতিষ্ঠানের আবাসিক হলের আংশিক ভষ্মিভুত হয়। এই দুর্ঘটনায় সম্পদের ক্ষয়ক্ষতি হলেও কোন প্রানহানী ঘটেনি। লকডাউন কার্যকর থাকায় ছাত্রী ও শিক্ষকদের আল্লাহ নিরাপদ রেখেছেন।
উল্লেখ্য, উক্ত জামিয়ার স্বপ্নদ্রষ্টা ছিলেন শায়খুল হাদীস আল্লামা জাকারিয়া (রহ.) । উনার সুযোগ্য সাগরেদ ও খলিফা সাইখুল হাদিস আল্লামা ইউসুফ মোতায়ালা (রহ.) আজ থেকে তিন দশক পূর্বে উক্ত জামেয়া প্রতিষ্ঠা করেন।
প্রতি বছর এই প্রতিষ্ঠান থেকে শত শত ছাত্রী দাওরায়ে হাদিস পাশ করে যুক্তরাজ্য তথা ইউরোপের বিভিন্ন দেশে দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন।
অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের দক্ষতা প্রদর্শন করে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
সকলে দোয়া করবেন- আল্লাহ যেনো আসমানী জমিনী সকল বিপদ থেকে এই দ্বীনি প্রতিষ্ঠানকে হেফাজত করেন।