• ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

ছাতকে স্বপ্নের ঘর পেলো ১০টি পরিবার

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২১
ছাতকে স্বপ্নের ঘর পেলো ১০টি পরিবার

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে ১০টি ভূমিহীন পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে উপকারভোগিদের কাছে ঘরের চাবি হস্তান্তর করা হয়। মুজিবর্ষ উপলক্ষে সারা দেশে গৃহহীনদের দেয়া ৬৯ হাজার ৮শ’ ৪টি পাকা ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে ছাতকে স্বপ্নের ঘর উপহার পায় ১০টি ভূমিহীন পরিবার। এ সভায় ভাচুর্য়াল ভাবে যুক্ত হয়ে ছাতক উপজেলায়ও ১০টি গৃহহীন পরিবারের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করা হয়। ছাতক উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। এসময় পরিবার পরিকল্পকনা কর্মকর্তা চৌধুরী রাজিব মোস্তফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সমাজ সেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান, পিআইও কেএম মাহবুব রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকারসহ জনপ্রতিনিধি ও উপকারভোগিরা উপস্থিত ছিলেন।