• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

ছাতকে খাবারের সাথে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে লুটপাট মামলায় গ্রেফতার ২

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২১
ছাতকে খাবারের সাথে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে লুটপাট মামলায় গ্রেফতার ২

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে খাবারের সাথে চেতনা নাশক রাসায়নিক দ্রব্য মিশিয়ে লুটপাটের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নোয়ারাই এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল, পূর্ব নোয়ারাই এলাকার আলকাছ আলীর পুত্র সাইদুল ইসলাম (২০) ও আজিজুর রহমানের পুত্র সাইফুর রহমান সাইফ (২০)। গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে অভিযান চালিয়ে নোয়ারাই এলাকা থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হন।
১০ জানুয়ারী রাতে খাবারের সাথে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে নোয়ারাই এলাকার মকবুল আলীসহ তার পরিবারের লোকদের অচেতন করে নগদ ২৬হাজার টাকা, ৭ ভরি ওজনের স্বর্ণালঙ্কারসহ প্রায় ৬ লক্ষ টাকা মূলের মালামাল লুট করে নিয়ে যায় দূর্বৃত্তরা। এ ঘটনায় ১৩ জানুয়ারী মকবুল আলীর পুত্র আতিকুর রহমান বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা (নং-১৪) দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।