লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:অনেক প্রতিকুলতা জয় করে,শত বাধা উপেক্ষা করে অবশেষে প্রথম বছরেই শতাধিক শিক্ষার্থী নিয়ে পাঠদান কার্যক্রম শুরু করেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের শিমুলবাক গ্রামের বাজার সংলগ্ন অষ্টগ্রাম শিমুলবাক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি।
গত বৃহস্পতিবার উৎসবমূখর পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গনে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের উপস্হিতিতে অনুষ্ঠিত হয়েছে উচ্ছাসিত শিক্ষার্থীদের মাঝে বই বিতরন উৎসব।উক্ত অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো: আলতাবুর রহমানের সভাপতিত্বে,শিমুলবাক ইউনিয়ন সমাজ কল্যান সংস্থার সভাপতি মাস্টার মানিক মিয়ার সঞ্চালনায় প্রথমেই শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সেক্রেটারি জাহাঙ্গীর আলম,প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন সুরমা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম,সিলেট সরকারি পাইলট স্কুল এর সিনিয়র শিক্ষক মো: মাসুক মিয়া,রজনীগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের (অব:) অধ্যক্ষ এ কে এম শামছুল হুদা,দ্বীনি সিনিয়র ফাজিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী নূর, সুরমা হাইস্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক বুরহান উদ্দিন,সাবেক ইউপি মেম্বার ছাদিকুর রহমান,শিমুলবাক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবু সালেহ জয়, সাধারন সম্পাদক আলী আহমদ।
সভায় আরো বক্তব্য রাখেন আব্দুল কদ্দুছ, নুরুল হক,দিলোয়ার হোসেন।
সভাপতির বক্তব্যে মো: আলতাবুর রহমান বলেন – আমরা শিমুলবাকসহ মোট আটটি গ্রামের মানুষজন একতাবদ্ধ হয়ে এই পিছিয়ে পড়া অঞ্চল কে শিক্ষার আলোয় আলোকিত করতে ১লা জানুয়ারি ২০২০ সালে অষ্টগ্রাম শিমুলবাক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি স্থাপন করেছি, আমরা এই অঞ্চলের সকলের সহযোগিতা নিয়ে বিদ্যালয়টি কে এগিয়ে নিতে চাই।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে মাধ্যমিক জেলা শিক্ষা অফিসারসহ অতিথিবৃন্দরা বই তুলে দেন।