• ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

হাসপাতালে অগ্নিকাণ্ড : নিহত ১৫

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২১
হাসপাতালে অগ্নিকাণ্ড : নিহত ১৫

বিবিএন নিউজ ডেস্ক: ইউক্রেনের খারকিভ শহরে বেসরকারি একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আগুনে অগ্নিদগ্ধ হয়েছেন আরও পাঁচজন।গতকাল বৃহস্পতিবার এ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইউক্রেনের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে, যে হাসপাতালে আগুনের ঘটনা ঘটেছে, সেটি একটি আবাসিক ভবন ছিল। এই আবাসিক ভবনে হাসপাতাল চালানোর অনুমতি নেয়া হয়েছিল কিনা, তা এখনও পরিষ্কার নয়।

সংবাদ সংস্থা দ্য ইন্টারফ্যাক্সের খবর অনুযায়ী, আগুনের খবর পেয়ে খারকিভ পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনার পর ওই হাসপাতালে কর্মরত কর্মচারীদের ও মালিককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আগুন লাগার বিষয়ে তদন্ত করছে তারা।