বিবিএন নিউজ ডেস্ক : লকডাউনের সময় করোনা বিধিনিষেধের নতুন নিয়মে আগামী সপ্তাহ থেকে ইংল্যান্ডে ১৫ জনের বেশি লোকের ঘরোয়া পার্টিতে অংশ নিলে ৮০০ পাউন্ড জরিমানা করা হবে।
একই অপরাধ পুনরায় করলে উক্ত ব্যক্তিকে প্রতিটি অপরাধের জন্য সর্বোচ্চ ৬ হাজার ৪০০ পাউন্ড পর্যন্ত জরিমানা করা হবে।
বৃহস্পতিবার টেন ডাউনিং স্ট্রিটে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান হোম সেক্রেটারী প্রীতি পার্টেল। তিনি জানান খুবই অল্প সংখ্যক মানুষ নিয়ম ভঙ্গ করছে।
বর্তমানে ইংল্যান্ডে কেউ অবৈধভাবে ইন্ডোর পার্টিতে জমায়েত হলে তাকে ২০০ পাউন্ড জরিমানা করা হচ্ছে। কেউ তাড়াতাড়ি পরিশোধ করলে তা ১০০ পাউন্ড। তবে আগামী সপ্তাহ থেকে নতুন নিউজ কার্যকর হবে।
বর্তমানে ৩০ জনের বেশি লোকের পার্টি করলে আয়োজককে ১০হাজার পাউন্ড জরিমানা করা হচ্ছে।(ওয়ানবাংলা)
এদিকে মে মাসের আগের লকডাউন শিথিল করা হলে আবারো সংক্রমন বাড়বে করোনা, সর্তক করেছেন বিজ্ঞানীরা। যদি প্রধান মন্ত্রী বরিস জনসন এখনো নিশ্চিত করে বলেননি কবে লকডাউন প্রত্যাহার করা হবে।