• ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইংল্যান্ডে করোনায় শুক্রবার ১৪০১ জনের মৃত্যু, আক্রান্ত ৪০,২৬১ জন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২১
ইংল্যান্ডে করোনায় শুক্রবার ১৪০১ জনের মৃত্যু, আক্রান্ত ৪০,২৬১ জন

বিবিএন নিউজ ডেস্ক :ইংল্যান্ডের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরো ১৪০১ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছিলো ১২৯০ জন, বুধবার ছিলো ১৮২০ জন। মোট মৃতের সংখ্যা ৯৫ হাজার ৯৮১ জন। মৃত্যুর পরিসংখ্যান সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০,২৬১ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ৩৭,৮৯২ জন, বুধবার ছিলো ৩৮,৯০৫ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৮৩ হাজার ৯০৭ জন। (বিবিসি/ওয়ানবাংলা)
এ পর্যন্ত ভ্যাকসিন প্রথম ডোজ নিয়েছেন ৫৩ লাখ ৮৩ হাজার ১০৩ জন।
এদিকে ব্রিটেনের হাসপাতালগুলোর মধ্যে ইংল্যান্ডে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন ৯৯৩ জন, স্কটল্যান্ডে ৭১ জন, ওয়েলসে ৬৭ জন, নর্দানআয়ারল্যান্ডে কতজন মৃত্যুবরণ করেছেন সে তথ্য পাওয়া যায়নি।