• ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে করোনায় মৃত্যুর আবারো নতুন রেকর্ড, বুধবার ১৮২০ জনের মৃত্যু,আক্রান্ত ৩৮,৯০৫ জন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২১
ইংল্যান্ডে করোনায় মৃত্যুর আবারো নতুন রেকর্ড, বুধবার ১৮২০ জনের মৃত্যু,আক্রান্ত ৩৮,৯০৫ জন

বিবিএন নিউজ ডেস্ক :ইংল্যান্ডে  করোনা মহামারি শুরু পর থেকে বুধবার সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ১৮২০ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ১,৬১০ জন, সোমবার ছিলো ৫৯৯ জন। মোট মৃতের সংখ্যা ৯৩ হাজার ২৯০ জন। মৃত্যুর পরিসংখ্যান সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮,৯০৫ জন। গতকাল মঙ্গলবার ছিলো ৩৩,৩৫৫ জন, সোমবার ছিলো ৩৭,৫৩৫ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ৫ হাজার ৭৫৪ জন। (বিবিসি/ওয়ানবাংলা)
এদিকে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩,৮৮৭ জন। এ পর্যন্ত ভ্যাকসিন প্রথম ডোজ নিয়েছেন ৪৬ লাখ ৯ হাজার ৭৪০ জন।
এদিকে ব্রিটেনের হাসপাতালগুলোর মধ্যে ইংল্যান্ডে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন ১০২৭ জন, স্কটল্যান্ডে ৯২ জন, ওয়েলসে ৪৪ জন, নর্দানআয়ারল্যান্ডে তথ্য এখনো পাওয়া যায়নি।