• ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ভারতীয় মদ ও নাসির বিড়ি আটক করেছে সুনামগঞ্জ (২৮ বিজিবি) ব্যাটালিয়ন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২১
ভারতীয় মদ ও নাসির বিড়ি আটক করেছে সুনামগঞ্জ (২৮ বিজিবি) ব্যাটালিয়ন
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: মাছিমপুর বিওপির টহল দল ১৭ জানুয়ারি  ২টায়     বিশ্বম্ভরপুর উপজেলাধীন  ধনপুর ইউনিয়নের সোনাতলা নামক স্থান হতে ৬,৫০০ পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে, যার মূল্য ১১,০৫০/- টাকা।
লাউরগড় বিওপির টহল দল  একই দিন১৭    তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের বাউলহাটি নামক স্থান হতে ৪৩ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৬৪,৫০০/- টাকা।চিনাকান্দি বিওপির টহল দল ১৮ জানুয়ারি  বিশ্বম্ভরপুর উপজেলাধীন  ধনপুর ইউনিয়নের জিগাতলা নামক স্থান হতে ৪৩ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৬৪,৫০০/- টাকা।

চিনাকান্দি বিওপির টহল দল  বিশ্বম্ভরপুর উপজেলাধীন  ধনপুর ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ৩৫,০০০ পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে, যার মূল্য ৫৯,৫০০/- টাকা।

আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং নাসির বিড়ি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেেঃ কর্ণেল মাকসুদুল আলম।