• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেট নগরীতে ইয়াবা বিক্রির সময় নারীসহ এসআই আটক

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২১
সিলেট নগরীতে ইয়াবা বিক্রির সময় নারীসহ এসআই আটক

সিলেট প্রতিনিধি:সিলেট নগরীতে ইয়াবা বিক্রির করার সময় নারীসহ এক এসআইকে আটক করা হয়েছে। সোমবার বিকালে নগরীর সুবিদবাজার এলাকা থেকে নারীসহ এসআই রুকন উদ্দিন ভুঁইয়াকে আটক করেছে এসএমপির কোতোয়ালি থানার পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ১৮২ পিস ইয়াবা ও নগদ ৪৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের কোতোয়ালি থানার ওসির বরাত দিয়ে যুগান্তরকে এতথ্য নিশ্চিত করেছেন।

আটক মো. রোকন উদ্দিন ভূঁইয়া (৪০) বর্তমানে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন লালাবাজারে কর্মরত আছেন।

এর আগে ২০১৯ সালের ২৮ জানুয়ারি নগরীর দাড়িয়াপাড়া থেকে জোরপূর্বক ইয়াবা সেবনের মাধ্যমে পতিতাবৃত্তি করানোর অপরাধে ইয়াবা ও তার কথিত স্ত্রীসহ রোকনকে আটক করে র‌্যাব-৯।