• ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় (সোমবার) ৫৯৯ জনের মৃত্যু, আক্রান্ত ৩৭,৫৩৫ জন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২১
ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় (সোমবার) ৫৯৯ জনের মৃত্যু, আক্রান্ত ৩৭,৫৩৫ জন

বিবিএন নিউজ ডেস্ক :ইংল্যান্ডে  করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় (সোমবার) আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। যা গত সপ্তাহের তুলনায় ১৭ পাসেন্ট। সাধারণ প্রতি রবিবার ও সোমবার মৃতের প্রকৃতি হিসাব পাওয়া যায় না। এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৫৯৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার ছিলো ৬৭১ জন, শনিবার ছিলো ১২৯৫ জন, শুক্রবার ছিলো ১২৮০ জন। মোট মৃতের সংখ্যা ৮৯ হাজার ৮৬০ জন। মৃত্যুর পরিসংখ্যান সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭,৫৩৫ জন। গতকাল রবিবার ছিলো ৩৮,৫৯৮ জন, শনিবার ছিলো ৪১,৩৪৬ জন, শুক্রবার ছিলো ৫৫,৭৬১ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ৪৩৩৫ হাজার ৪৯৪ জন। (বিবিসি/ওয়ানবাংলা)
গতকাল রবিবার পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন ২৯,২২৮জন।
এ পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৪০ লাখ ৬২হাজার ৫০১ জন।