• ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন লস্কর ময়না আর নেই

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২১
সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন লস্কর ময়না আর নেই

সিলেট প্রতিনিধি: সিলেটের পরিচিত মুখ  সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন লস্কর ময়না মারা গেছেন। রোববার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে নগরের নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে,নিজাম উদ্দিন লস্কর দীর্ঘদিন ধরে কিডনি সমস্যাসহ নানা জটিল রোগে ভূগছিলেন। তাকে নিয়মিত ডায়ালোসিস করাতে হতো। গত ৮ জানুয়ারি তিনি ব্রেনস্ট্রোকও করেন। স্ট্রোকের পর ওইদিনই নগরের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ওই হাসপাতালে তিনি লাইফসাপোর্টে ছিলেন ।
গত বৃহস্পতিবার লাইফসাপোর্ট খুলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি জীবনমৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। অবস্থার আরও অবনতি হলে শুক্রবার তাকে নগরের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হয়। রোববার রাতে সেখানে তিনি মারা যান। নিজাম উদ্দিন লস্কর ময়না নাট্যকার, নির্দেশক এবং সাংস্কৃতিক সংগঠক হিসেবে সিলেটে সুপরিচিত। এর চেয়ে বড় পরিচয় একাত্তরে তিনি একজন সম্মুখ যুদ্ধা ছিলেন।
মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবেও বীরোত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। একটি সম্মুখ যুদ্ধে পায়ে গুলিবিদ্ধ হন সিলেটের প্রিয় এই মুখ।