• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে ৫ দফা দাবী বাস্তবায়নের দাবিতে সাংবাদিকদের সাথে উপজেলা পরিষদ এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত  

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২১
সুনামগঞ্জে ৫ দফা দাবী বাস্তবায়নের দাবিতে সাংবাদিকদের সাথে উপজেলা পরিষদ এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত  
লতিফুর রহমান রাজু,  সুনামগঞ্জ: সংবিধানের নির্দশনা ও আইনের আলোকে নির্বাচিত উপজেলা পরিষদ কেন কার্যকর নয় ? জনপ্রতিনিধি সাংবাদিক ও বিশিষ্ট জনদের সাথে কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবির বিষয়ে এবং স্হানীয় কিছু সমস্যা নিয়ে উপজেলা চেয়ারম্যান গণ সাংবাদিক দের সামনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
 সুনামগঞ্জের হাওরে আগাম বন্যায় ফসলহানির কোন ঘটনা ঘটলে এর দায়ভার উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিগন নিবেন না। হাওরের ফসল রক্ষা বাধ নির্মাণ, প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন, গণ শুনানি সহ বাধ নির্মাণের সকল পর্যায় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা ভাইস চেয়ারম্যানদের কোন মতামত ছাড়াই  প্রকল্প গ্রহণ করা হচ্ছে। ফলে ফসল রক্ষা বাধ নির্মাণে তাদের কোন ধরনের স¤পৃক্তা না থাকায় তারা ফসল হানির কোন দায়ভার গ্রহণ করবেন না।  আজ রবিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের হল রুমে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের সুনামগঞ্জ জেলা শাখা কর্তৃক  আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন এসোসিয়েশনের সদস্যরা।  তারা আরও বলেন করোনা কালীন সময়ে উপজেলা পর্যায়ে বিপুল পরিমাণ সরকারি সাহায্য এসেছে এগুলো কোথায় বিতরণ হয়েছে কারা পেয়েছেন তারা জানেন না। সাংবিধানিক ভাবে সরকার উপজেলা পরিষদকে ব্যাপক ক্ষমতা দিয়ে থাকলেও একের পর এক পরিপত্র দিয়ে উপজেলা পরিষদকে অকার্যকর প্রতিষ্ঠান হিসেবে পরিণত করা হয়েছে।  মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন এসোসিয়েশনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল ও সাধারণ স¤পদ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন। এসময় তারা সরকারের কাছে বিভিন্ন মন্ত্রণালয় কর্তৃক সংবিধান ও আইন বহিঃভুত ইনডেমনিটির ন্যায় জারীকৃত পরিপত্র সংশোধন, ভাইস চেয়ারম্যানদের সভাপতিত্বে উপজেলা পরিষদের ১৭ টি বিভাগের ১৭টি স্থায়ী কমিটি কার্যকর করা সহ ৫ দফা দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ডা, আব্দুর রহিম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, শাল্লা উপজেলা চেয়ারম্যান আল আমীন চৌধুরী, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, দিরাই উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম চৌধুরী, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান সফর উদ্দিন, জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ  সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা , এড‌ভো‌কেট আবুল হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান দোলন রানী ,ছাতক উপজেলার ভাইস চেয়ারম্যান লাহিন মিয়া বিশ্বমভরপুর উপজেলার ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তাররিনা তাহিরপুরউপজেলারভাইসচেয়ারম্যানখালেদা বেগম। এছাড়া মতবিনিময় সভায় জেলার ৯টি উপজেলার ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান গণ উপস্থিত ছিলেন।