• ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

হবিগঞ্জে বিএনপির দুই প্রার্থী নবীগঞ্জে ছাবির ও মাধবপুরে মানিক নির্বাচিত

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২১
হবিগঞ্জে বিএনপির দুই প্রার্থী নবীগঞ্জে ছাবির ও মাধবপুরে মানিক নির্বাচিত

হবিিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনিত প্রার্থী ছাবির আহমদ চৌধুরী। শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে মাত্র ১৬৭ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীকে পরাজিত করে বেসরকারিভাবে তিনি বিজয়ী হয়েছেন।

জানা গেছে, প্রাথমিক ফলাফলে মোট ১০টি কেন্দ্রে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ছাবির আহমদ চৌধুরী পেয়েছেন মোট ৫ হাজার ৭৪৫ ভোট। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরী পেয়েছেন মোট ৫ হাজার ৪৮৫ ভোট। ২৬০ ভোটের ব্যবধানে এগিয়ে থাকা ছাবির আহমদ চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হন।

হবিগঞ্জের মাধবপুর পৌরসভা নির্বাচনে ধানের র্শীষের প্রার্থী হাবিবুর রহমান মানিক ৮৭৫ ভোটে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
বিএনপির হাবিবুর রহমান মানিক ধানের র্শীষে ভোট পেয়েছেন ৫০৩১, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শ্রীধাম দাশগুপ্ত নৌকা মার্কায় ভোট পেয়েছেন ৫৮১, স্বতন্ত্র প্রার্থী মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দুইবারের মেয়র মুক্তিযোদ্ধা শাহ মো. মুসলিম (জগ) মার্কায় পেয়েছেন ৩১৪৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী পংকজ কুমার সাহা (নারকেল গাছ) মার্কায় ভোট পেয়েছেন ৪১৮৫টি ভোট।
শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮ টা থেকে থেকে বিকাল ৫ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে হবিগঞ্জের মাধবপুর পৌরসভা মেয়র ও কাউন্সিলর পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পৌরসভার ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় বিকাল ৫টা দিকে ভোট গ্রহণ শেষ হয়।