• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জের তিন পৌরসভার শান্তিপূর্ণ নির্বাচনে ২ টিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র জয়ী

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২১
সুনামগঞ্জের তিন পৌরসভার শান্তিপূর্ণ নির্বাচনে ২ টিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র জয়ী
লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ: সুনামগঞ্জের তিন পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণ ভাবেই অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮  টা হতে বিকাল ৪টা পর্যন্ত নারী পুরুষ লাইন ধরে ভোট দিয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সুনামগঞ্জ পৌর সভার নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী নাদের বখত। তার প্রাপ্ত ভোট ২১৬৬৯  তার নিকটতম প্রার্থী বিএনপি মনোনিত মুর্শেদ আলম পেয়েছেন ৫৮৮৫ ভোট।
ছাতক পৌরসভার আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল কালাম চৌধুরী ১২৮২৩ ভোট পেয়ে টানা চার বার মেয়র নির্বাচিত হলেন। তার নিকটতম প্রার্থী বিএনপি মনোনিত রাশিদা আহমদ ন্যানসি পেয়েছেন ৭৯০৮ ভোট।
জগন্নাথপুর পৌরসভার স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান আক্তার ৮৩৭৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামীলীগ মনোনীত মিজানুর রশিদ ভৃইয়া পেয়েছেন ৮০১৮  ভোট।