• ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৬ই জিলকদ, ১৪৪৪ হিজরি

ইংল্যান্ডে করোনায় শনিবার ১২৯৫ জনের মৃত্যু, আক্রান্ত ৪১,৩৪৬ জন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২১
ইংল্যান্ডে করোনায় শনিবার ১২৯৫ জনের মৃত্যু, আক্রান্ত ৪১,৩৪৬ জন

বিবিএন নিউজ ডেস্ক :ইংল্যান্ডে  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় (শনিবার) আরো ১২৯৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ছিলো ১২৮০ জন, বৃহস্পতিবার ছিলো ১২৪৮ জন। যা মহামারি শুরুর পর থেকে সর্বোচ্চ। মোট মৃতের সংখ্যা ৮৮ হাজার ৫৯০ জন। মৃত্যুর পরিসংখ্যান সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১,৩৪৬ জন। গতকাল শুক্রবার ছিলো ৫৫,৭৬১ জন, বৃহস্পতিবার ছিলো ৪৮,৬৮২ জন, বুধবার ছিলো ৪৭,৫২৫ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৫৭ হাজার ৩৬১ জন। (বিবিসি/ওয়ানবাংলা)
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৭,৪৭৫ জন। আর এ পর্যন্ত করোনা টিকা দিয়েছেন ৩৫ লাখ ৫৯ হাজার ১৭৯ জন।
এদিকে ব্রিটেনের হাসপাতালগুলোর মধ্যে ইংল্যান্ডে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন ৭৭১ জন, স্কটল্যান্ডে ৭৮ জন, ওয়েলসে ৫৫ জন, নর্দাণ আয়ারল্যান্ডে কতজন মৃত্যু বরণ করেছেন জানা যায়নি।