• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ইংল্যান্ডে করোনায় শুক্রবার ১২৮০ জনের মৃত্যু, আক্রান্ত ৫৫,৭৬১ জন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২১
ইংল্যান্ডে করোনায় শুক্রবার ১২৮০ জনের মৃত্যু, আক্রান্ত ৫৫,৭৬১ জন

বিবিএন নিউজ ডেস্ক : ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় (শুক্রবার) আরো ১২৮০ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছিলো ১২৪৮ জন, বুধবার ছিলো ১৫৬৪ জন। যা মহামারি শুরুর পর থেকে সর্বোচ্চ। মোট মৃতের সংখ্যা ৮৭ হাজার ২৯৫ জন। মৃত্যুর পরিসংখ্যান গতকাল বুধবার সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৫,৭৬১ জন। গতকাল বৃহস্পতিবার ছিলো ৪৮,৬৮২ জন, বুধবার ছিলো ৪৭,৫২৫ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ১৬ হাজার ১৯ জন। (দ্যা সান/ওয়ানবাংলা)
এদিকে ব্রিটেনের হাসপাতালগুলোর মধ্যে ইংল্যান্ডে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন ৮০৭ জন, স্কটল্যান্ডে ৬১ জন, ওয়েলসে ৫৪ জন, নর্দাণ আয়ারল্যান্ডে ২৬ জন।