• ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী করার কাজ করছে সরকার- নাদের বখত

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২১
নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী করার কাজ করছে সরকার- নাদের বখত
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ : আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য সুনামগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী নাদের বখত বলেন বর্তমান সরকার নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী করার কাজ করে যাচ্ছে। নারীদের জন্য বিভিন্ন ভাতা যেমন বিধবাভাতা বয়স্ক ভাতা,পুষ্টিভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে। নারীদের যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। শেখ হাসিনার সরকার নারীদের সম মর্যাদাবোধ প্রতিষ্ঠিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে । আমি আবার নির্বাচিত হলে আমিও তাই করব।
বুধবার দুপুর ১২  টায় সুনামগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের পূর্ব তেঘরিয়া মড়ল হাটি মহিলা যুব সংস্থার উদ্যোগে এক বিরাট নারী সমাবেশে এসব কথা বলেছেন।
স্হানীয় এলাকাবাসী সাংবাদিক লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জমশেদ আলী,জাহের আলী , খলিলুর রহমান, ওয়াতিন মিয়া,নুর মিয়া,বাছিদ মিয়া,রেজাউল হোসেন, শাহিন মিয়া,ফরিদ মিয়া,আব্দুল হক ,
যুব মহিলা সংস্থার নেত্রী রানু বেগম, সহ শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। নারীগণ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।