• ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২১
ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন

 

ছাতক প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে রিপোটার্স ইউনিটির কমিটি গঠনের লক্ষে বুধবার (১৩ জানুয়ারী) বিকেলে ছাতক পৌরশহরের রোকেয়া ম্যানশনস্থ অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন। সভায় সর্ব সম্মতিক্রমে গিয়াস উদ্দিন তালুকদারকে আহবায়ক ও শাহ মোহাম্মদ আখতারুজ্জামানকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট ছাতক রিপোটার্স ইউনিটির আহবায়ক কমিটি গঠন করা হয়। গঠিত আহবায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম হিরন, কাজি রেজাউল করিম রেজা, আতিকুর রহমান মাহমুদ ও মাহমুদ আলম, যুগ্ম সদস্য সচিব মাহবুব আলম। সদস্য আনোয়ার হোসেন রনি, মাওলানা জুনাইদ আহমদ, কামরুল হাসান সবুজ, সাকির আমীন, নুর উদ্দিন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোশাহিদ আলী, নাজমুল ইসলাম, সদরুল আমীন, হেলাল আহমদ, আরিফুর রহমান মানিক, তমাল পোদ্দার।