• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে করোনায় বুধবার সর্বোচ্চ সংখ্যক ১৫৬৪ জনের মৃত্যু, আক্রান্ত ৪৭,৫২৫ জন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২১
ইংল্যান্ডে করোনায় বুধবার সর্বোচ্চ সংখ্যক ১৫৬৪ জনের মৃত্যু, আক্রান্ত ৪৭,৫২৫ জন

বিবিএন নিউজ ডেস্ক : ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক ১৫৬৪ জন মৃত্যু বরণ করেছেন। যা মহামারি শুরুর পর থেকে সর্বোচ্চ। গতকাল মঙ্গলবার ছিলো ১২৪৩ জন, সোমবার ছিলো ৫২৯ জন, রবিবার ছিলো ৫৬৩ জন। মোট মৃতের সংখ্যা ৮৪ হাজার ৭৬৭ জন। মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৭,৫২৫ জন। গতকাল মঙ্গলবার ছিলো ৪৫,৫৩৩ জন, সোমবার ছিলো ৪৬,১৬৯, রবিবার ছিলো ৫৪৯৫০ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ১১ হাজার৭৬ জন। (দ্যা সান/ওয়ানবাংলা)
এদিকে ব্রিটেনের হাসপাতালগুলোর মধ্যে ইংল্যান্ডে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন ১০১২ জন, স্কটল্যান্ডে ৭৯ জন, ওয়েলসে ৬৬ জন, নর্দাণ আয়ারল্যান্ডে ১৯ জন।