• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইংল্যান্ডে করোনায় মঙ্গলবার ১২৪৩ জনের মৃত্যু, আক্রান্ত ৪৫,৫৩৩ জন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২১
ইংল্যান্ডে করোনায় মঙ্গলবার ১২৪৩ জনের মৃত্যু, আক্রান্ত ৪৫,৫৩৩ জন

বিবিএন নিউজ ডেস্ক :ইংল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ১২৪৩ জন। যা মহামারি শুরুর পর থেকে দ্বিতীয় সর্বোচ্চ। গতকাল সোমবার ছিলো ৫২৯ জন, রবিবার ছিলো ৫৬৩ জন। মোট মৃতের সংখ্যা ৮৩ হাজার ২০৩ জন। মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৫,৫৩৩ জন। গতকাল সোমবার ছিলো ৪৬,১৬৯, রবিবার ছিলো ৫৪৯৫০ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ৬৪ হাজার ৫১ জন। (দ্যা সান/ওয়ান বাংলা)
এদিকে ব্রিটেনের হাসপাতালগুলোর মধ্যে ইংল্যান্ডে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন ৭৪৭ জন, স্কটল্যান্ডে ৫৪ জন, ওয়েলসে ১৬ জন, নর্দাণ আয়ারল্যান্ডে ২২ জন।