• ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ পৌরসভা  নির্বাচন-২০২১ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাবৃন্দের প্রশিক্ষণ

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২১
সুনামগঞ্জ পৌরসভা  নির্বাচন-২০২১ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাবৃন্দের প্রশিক্ষণ
লতিফুর রহমান  রাজু,সুনামগঞ্জ: _সুনামগঞ্জ: নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকার আয়োজনে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টায় সুনামগঞ্জ পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাবৃন্দের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক,   মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার,  মোঃ মিজানুর রহমান বিপিএম, ভারপ্রাপ্ত উপপরিচালক স্থানীয় সরকার ও রিটার্নিং অফিসার  মোহাম্মদ শরীফুল ইসলাম এবং উপজেলা নির্বাহী অফিসার সুনামগঞ্জ সদর ইয়াসমিন নাহার রুমা সহ অন্যান্যরা। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জেলা নির্বাচন অফিসার  মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি অবাধ,সুষ্ট ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়ার লক্ষে কাজ করতে হবে। আগামী ১৬ জানুয়ারি সুনামগঞ্জ জেলার তিন পৌরসভার নির্বাচন নিয়ে যেন কোন প্রশ্ন না ওঠে সেদিকেও খেয়াল রাখতে হবে।