• ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২১
সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

বিবিএন নিউজ ডেস্ক: বিশিষ্ট সাংবাদিক, প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান আর নেই। আজ সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৩ বছর। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। করোনামুক্ত হলেও তার নানা শারীরিক জটিলতা দেখা দেয়ায় গত শনিবার থেকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। মিজানুর রহমান খানের জন্ম ১৯৬৭ সালে ঝালকাঠির নলছিটিতে। বিএম কলেজ, বরিশাল থেকে হিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর করেন তিনি।

তিন দশক ধরে সাংবাদিকতায় যুক্ত। সংবিধান ও আইন নিয়ে লেখালেখির কারণে তিনি সাংবাদিকতা ও বিচারাঙ্গনে ছিলেন পরিচিত মুখ।