• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

পারস্পরিক শ্রদ্ধাশীল ও মর্যাদাবোধ থাকলে সমাজে শান্তি শৃংখলা বজায় থাকবে- পরিকল্পনামন্ত্রী

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২১
পারস্পরিক শ্রদ্ধাশীল ও মর্যাদাবোধ থাকলে সমাজে শান্তি শৃংখলা বজায় থাকবে- পরিকল্পনামন্ত্রী
লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন পারস্পরিক শ্রদ্ধাশীল ও মর্যাদাবোধ যদি একে অন্যের প্রতি থাকে তাহলে সমাজে শান্তি শৃংখলা বজায় থাকবে।  সুনামগঞ্জ জেলার আইন শৃংখলা সন্তোষজনক দাবী করে মন্ত্রী বলেন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব।
সুনামগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নবাগত জেলা প্রশাসক মোহ‌াম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভার্চুয়ালী সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম, সিভিল সার্জন ডাক্তার শামস উদ্দিন, ২৮  বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মাকসুদুল আলম, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, পিপি এডভোকেট শাহানা বেগম, উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, আতাউর রহমান, সফর উদ্দিন, আব্দুল রহিম  ,ইকবাল আল আজাদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, চেম্বার অফ কমার্সের সাবেক সহ সভাপতি আমিনুল হক, পরিচালক আমল কর,সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু,ইউএনও ,ওসি গণ সহ বিভিন্ন দফতর প্রধান গণ উপস্থিত ছিলেন।
সভায় অবৈধ বালি পাথর উত্তোলন বন্ধ  মাদক,জঙ্গীবাদ নির্মূল জলমহাল নিয়ে বিরোধ নিরসনে আরো কঠোর অবস্থান, বিল শুকিয়ে মাছ ধরা বন্ধ করন সহ আইন শৃখঌখলা স্বাভাবিক রাখতে পদক্ষেপ গ্রহণ করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়েছে।