• ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সোনারগাঁয়ে বিষাক্ত মদপানে ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২১
সোনারগাঁয়ে বিষাক্ত মদপানে ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যু

 

বিবিএন নিউজ ডেস্ক: সোনারগাঁয়ে বিষাক্ত মদপানে পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। অপর দুজন হলেন- মোহসিন ও তোফাজ্জল। এ ঘটনায় রাহিম, হৃদয়, প্রদীপ, মমিন, সুমন, সাব্বির, জিহান, মাহাবুব ও জিসানসহ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরো ১০ জন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে সোনারগাঁ উপজেলার মেঘনা এলাকায় একটি পার্টিতে খাবার খাওয়ার পর মদ পান করলে গুরুতর আহত হয়ে পড়ে। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় গতকাল বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতেলে চিকিৎসাধীন থাকা অবস্থায় মহসিন (২৬), তোফাজ্জল (৩৪), জাহিদ হাসান বাবু (৩০) নামের ৩ যুবকের মৃত্যু হয়। সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাকদসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরো কয়েক জন হাসপাতালে রয়েছে।

ময়না তদন্ত রিপোর্ট পেলে বলা যাবে কি কারণে তাদের মৃত্যু হয়েছে।