• ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মানাধীন ঘর পরিদর্শনে জেলা প্রশাসক

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২১
জামালগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মানাধীন ঘর পরিদর্শনে জেলা প্রশাসক
লতিফুর  রহমান  রাজু, সুনামগঞ্জঃ অদ্য ৮    জানুয়ারি বিকেল ৪.টায়  জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের শরীফপুর গ্রাম এবং বেহেলী ইউনিয়নের বাগহাটি গ্রামে মুজিববর্ষে উপলক্ষে  প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মানাধীন ঘরের কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক  মোঃ জাহাঙ্গীর হোসেন। এসময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  বিশ্বজিত দেব, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ,  সহকারী কমিশনার (ভূমি)
 রেদোয়ানুল ইসলাম এবং সহকারী কমিশনার মোঃ রিফাতুল হক। জেলা প্রশাসক মহোদয় দুইটি ইউনিয়নের মোট ৬১ টি ঘরের নির্মান কাজ পরিদর্শন করেন। এসময় তিনি ঘরগুলোর উপকারভোগীগণের সাথে সরাসরি কথা বলেন এবং ঘর নির্মান কাজে তাদের সক্রিয় সহযোগিতা কামনা করেন। এসময় তিনি নির্মান কাজে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে নির্মান কাজ সম্পাদন এবং গুণগত মানসম্পন্ন  নির্মানসামগ্রী ব্যবহার করার নির্দেশনা প্রদান করেন।