• ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে ডনের প্রচারনা

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২১
সুনামগঞ্জে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে ডনের প্রচারনা

লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ: বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী আব্দুস সামাদ আজাদ তনয় আজিজুস সামাদ ডন বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী নাদের বখতের নৌকার প্রচারনায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ার পর প্রথম সুনামগঞ্জ সফর করেন। তাকে দলীয় নেতাকর্মীগন মোটর শোভাযাত্রা সহকারে বরণ করেন।  সন্ধা ৬ টায় নৌকার প্রধান কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। পরে জেলা মুক্তিযাদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সাথে মত বিনিময় করেন। এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল মোমেন সদরের সাবেক কমান্ডার আব্দুল মজিদ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থীর আরপিন নগরের বাড়িতে আয়োজিত কর্মী সমাবেশে অংশগ্রহন করেন।  এসব অনুষ্ঠানে মেয়র প্রার্থী নাদের বখত ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট আখতারুজ্জামান সেলিম, এড‌ভো‌কেট খায়রুল কবির রুমেন, তনুজ কান্তি দে,জুনেদ আহমেদ, এড‌ভো‌কেট শুকুর আলী,নোমান বখত পলিন, দিলাল আহমদ প্রমুখ।
আজিজুস সামাদ আজাদ ডন শহরের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে লিফলেট বিতরণ করেন। তিনি বলেন,  জাতির পিতার কন্যার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে আছে। সুনামগঞ্জে ও ব্যাপক উন্নয়ন হয়েছে আগামী  ১৬ জানুয়ারির নির্বাচনে নৌকার মেয়র প্রার্থীর বিজয় হলে আরো উন্নয়ন হবে। সবাই কে নৌকার সমর্থনে কাজ করে বিজয় ছিনিয়ে এ আনতে হবে।