• ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় (বুধবার) সর্বোচ্চ আক্রান্ত ৬২,৩২২ জন, মৃত্যু ১০৪১ জনের

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২১
ইংল্যান্ডে করোনায় গত ২৪ ঘন্টায় (বুধবার) সর্বোচ্চ আক্রান্ত ৬২,৩২২ জন, মৃত্যু ১০৪১ জনের

বিবিএন নিউজ ডেস্ক :ইংল্যান্ডে  একদিনে করোনাভাইরাসে আক্রান্তে আবারো রেকর্ড সৃস্টি হয়েছে। গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ৬২,৩২২ জন আক্রান্ত হয়েছেন। যা মহামারি শুরুর পর থেকে সর্বাদিক। গতকাল মঙ্গলবার ছিলো ৬০,৯১৬ জন।

আর গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ১০৪১ জন। যা গত এপ্রিলের পর সর্বাদিক। গতকাল মঙ্গলবার ছিলো ৮৩০জন, সোমবার ছিলো ৪০৭ জন। মোট মৃতের সংখ্যা ৭৭ হাজার ৩৪৬ জন। মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২.৩২২ জন। গতকাল মঙ্গলবার ছিলো ৬০,৯১৬ জন, সোমবার ছিলো ৫৮৭৮৪ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৩৬ হাজার ৮০১ জন। (দ্যা সান/ওয়ানবাংলা)

এদিকে ইংল্যান্ডে গত ২৪ ঘন্টায় হাসপাতালে মৃত্যু বরণ করেছেন ৬৭৪, ওয়েলস ৭৬ জন, স্কটল্যান্ডে ৬৮ জন, এবং নর্দান আয়ারল্যান্ডে ১৩ জন।