• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ পৌর নির্বাচনে নৌকার সমর্থনে জেলা আওয়ামীলীগের প্রচারনা

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২১
সুনামগঞ্জ পৌর নির্বাচনে নৌকার সমর্থনে জেলা আওয়ামীলীগের প্রচারনা

লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ: আগামী ১৬ জানয়ারী সুনামগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রায় প্রতিদিনই নৌকার সমর্থকদের সভা ,সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।  বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমনের নেতৃত্বে জেলা আওয়ামীলের নেতাকর্মীদের নৌকার প্রার্থী ও বর্তমান মেয়র নাদের বখতের পক্ষে সুনামগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করেন। আওয়ামীলীগের মনোনীত নৌকার মেয়র প্রার্থী নাদের বখতের  শহরের ট্রাফিক মোড়ের প্রধান নির্বাচনী কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেন,  যুগ্ম সম্পাদক এডভোকেট নান্টো রায়,সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, অর্থ সম্পাদক ইশতিয়াক শামীম, রেজাউল করিম নিককু,সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমেদ, আতিকুর রহমান, নিজাম উদ্দিন, কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া,এড‌ভো‌কেট আজাদ রোমান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন প্রমুখ।
ইমন বলেন শেখ হাসিনার মনোনীত প্রার্থী নাদের বখত কে বিজয়ী করতে দলের সকল স্তরের নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়ে বলেন সারা দেশের উন্নয়নের সাথে সুনামগঞ্জের ও আরো ব্যাপক উন্নয়ন ঘটাতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।