ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে যাইকার অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরাধীন ক্ষুদ্ররা কার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প ২য় পর্যায়ের আওতায় উপজেলার উপ-প্রকল্প ও পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি (পাবসস) সমূহের মাসিক সম্বনয় ও অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্টিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মনসুর মিয়া’র সভাপতিত্ব অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার দে, সাবেক ইউপি চেয়ারম্যান ও কাঁককুড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি গিয়াস মিয়া, সাধারন সম্পাদক মোহাম্মদ গৌছ উদ্দিন খান, মঈনপুর চাতল বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এনামুল হক, জহিরভাঙ্গা- বসন্তপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সাধারন সম্পাদক সুজন মিয়া, উপ সহকারী প্রকৌশলী এম এ জাসির, উপ-প্রকল্পের জেনারেল ফ্যাসিলিটেটর এস এম সুলতান মাহমুদ, পিপাস মুন্সী প্রমূখ। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মনুসুর মিয়া বলেন, উপ-প্রকল্পের অবকাঠামোর বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পাবসস সমূহের শেয়ার সঞ্চয় আদায়ের অগ্রগতি নিয়ে পর্যালোচনা এছাড়া এ প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম করতে দেওয়া হবে না।