• ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ছাতকে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২১
ছাতকে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রহমানের সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদারের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, সদস্য নাজমুল ইসলাম, মোশাহিদ আলী, সদরুল আমীন, মাহবুব আলম, আরিফুর রহমান মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা সমাজের বাস্তবচিত্র তুলে ধরে সমাজসেবায় অনন্য ভূমিকা পালন করেন। তিনি সাংবাদিকদের তথ্যদিয়ে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সংবাদপত্রে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সকলের প্রতি আহবান জানান।