• ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পুলিশ সাংস্কৃতিক পরিষদ সংগীতে সেরা ছাতকের শরিফ

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২১
পুলিশ সাংস্কৃতিক পরিষদ সংগীতে সেরা ছাতকের শরিফ

ছাতক প্রতিনিধি: বাংলাদেশ পুলিশ সাংস্কৃতিক পরিষদ আয়োজিত গানের প্রতিযোগিতায় সেরা শিল্পী নির্বাচিত হয়েছেন পুলিশ কনস্টেবল শাহেদুল হক শরিফ। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক থানায় পুলিশ কনস্টেবল পদে কর্মরত। তিনি সিলেটের হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার হোড়পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের ছেলে। প্রতিযোগিতায় সেরা শিল্পী নির্বাচিত হওয়ায় শনিবার রাতে কনস্টেবল শরিফকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন থানার ওসি শেখ মোহাম্মদ নাজিম উদ্দিনসহ অন্য কর্মকর্তারা।

রাজধানী ঢাকার রাজারবাগে ডিসেম্বরের শেষ সপ্তাহে আয়োজিত বাংলাদেশ পুলিশ সাংস্কৃতিক পরিষদের ওই প্রতিযোগিতায় বিচারকমণ্ডলী শরিফকে সেরা শিল্পী হিসেবে নির্বাচিত করেন। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিনজনকে আগামী পুলিশ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিবি) গান পরিবেশনের সুযোগ দেওয়া হবে বলে সংশ্নিষ্ট সূত্র জানিয়েছে।

সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন বলেন, ছাতক থানায় কর্মরত কনস্টেবল শরিফের সাফল্যে সবাই আনন্দিত।