বিবিএন নিউজ ডেস্ক : ইস্ট লন্ডনের বাঙালী অধ্যুষিত হোয়াইটচ্যাপল রোডের একটি রেস্টুরেন্টের ভেতরে করোনা বিধি নিষেধ লঙ্ঘন করায় ১২ জনকে জরিমানা করেছে পুলিশ।
মেট পুলিশ জানিয়েছে, গত ২৯ ডিসেম্বর পুলিশের একটি বিশেষ টিম হোয়াইটচ্যাপল রোডের ওই রেস্টুরেন্টে অভিযান চালায়। এ সময় রেস্টুরেন্টের মালিক পুলিশকে রেস্টুরেন্টে প্রবেশে বাঁধা দিয়ে বলেন, স্টাফ ছাড়া ভেতরে কেউ নেই। কিন্তু মালিককে পাল্টা চ্যালেন্জ করে পুলিশ রেস্টুরেন্টে প্রবেশ করে এবং রেস্টুরেন্টের বেইসমেন্টের একটি অন্ধকার রুমে লুকিয়ে থাকা অবস্থায় ১২ জনকে উদ্ধার করে।
তারা সবাই রেস্টুরেন্টে ডোমিনোস খেলতে এসেছিলেন বলে পুলিশকে জানান। টিয়ার ফোর বিধি নিষেধ লঙ্ঘন করায় পুলিশ ঘটনাস্থলেই তাদেরকে আলাদা আলাদাভাবে জরিমানা আরোপ করে পুলিশ।