• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে ভাড়া বকেয়া ৮ লাখ ৪০ হাজার ভাড়াটিয়ার:৫ জনের ১ জন ঋণগ্রস্থ

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২১
ইংল্যান্ডে ভাড়া বকেয়া ৮ লাখ ৪০ হাজার ভাড়াটিয়ার:৫ জনের ১ জন ঋণগ্রস্থ

বিবিএন নিউজ ডেস্ক : ব্রিটেনের মত শক্তিশালী অর্থনীতির দেশে করোনা মহামারীতে বেকার হবার কারণে ড়া বকেয়া ৮ লাখ ৪০ হাজার ভাড়াটিয়ার। ৫ জনের ১ জন ঋণগ্রস্থ অবস্থায় জীবনযাপন করছেন। এ খবর দিয়েছে ডেইলি মেইল।

করোনায় এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে বাড়িওয়ালারা ভোগান্তিতে পড়েছেন। কোভিড পরিস্থিতির পরিবর্তন না হলে এবং সরকার যদি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারে তাহলে ভাড়াটিয়ারা আরো সংকটে নিপতিত হবে।

পরিসংখ্যান বলছে, গত বছরের আগস্টের চাইতে এখন ভাড়া বাকি এমন ভাড়াটিয়ার সংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এদের মধ্যে ১৪ শতাংশের প্রয়োজন ১৮ থেকে ২৪ বছরের মধ্যে।

ল্যান্ডলর্ডস অ্যাসোসিয়েশনের গবেষণা বলছে, অন্তত ৭ শতাংশ ভাড়াটিয়া ভাড়া পরিশোধ করতে পারছেন না। এদের গড় ভাড়া বাকি আছে ২৫১ থেকে ৫’শ পাউন্ড পর্যন্ত। ১৮ শতাংশের ভাড়া বাকি আছে ১ হাজার পাউন্ড। এধরণের বেসরকারি ভাড়াটিয়ার সংখ্যা দেড় লাখের মত।

দাতব্য প্রতিষ্ঠান শেল্টারের প্রধান নির্বাহী পলি নিট বলেন, ১ কোটি ১০ লাখ মানুষ ভাড়া বাসায় আছেন এবং কোভিড মহামারীতে তারা কঠিন এক আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। বেকার কিংবা কাজের পরিমান কমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।(শীর্ষবিন্দু)