• ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ থেকে বন্যপ্রাণী তক্ষক উদ্ধার, গ্রেফতার ১ জন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২, ২০২১
সুনামগঞ্জ থেকে বন্যপ্রাণী তক্ষক উদ্ধার, গ্রেফতার ১ জন

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা এলাকা থেকে বিরল প্রজাতির বন্যপ্রাণী তক্ষক (টক্কা) ও ইয়াবাসহ ১ বন্যপ্রাণী পাচারকারীকে গ্রেফতার করেছেে র‌্যাব-৯।

শুকবার দুপুরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানাধীন লক্ষীরপাড় গ্রাম থেকে বন্যপ্রাণী তক্ষক (টক্কা) ও ইয়াবাসহ  মজনু মিয়া(২৯) গ্রেফতার করে র‌্যাব। এসময় তার কাছ থেকে বিরল প্রজাতির বন্যপ্রাণী “তক্ষক”(টক্কা) ও ৪৪ পিস উদ্ধার করা হয়।

অভিযানটি র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ কোম্পানির অধিনায়ক লে.কমান্ডার ফয়সল আহমেদ ও এএসপি মো.আব্দুল্লাহ পরিচালনা করেন।

গ্রেফতারকৃত মো.মজনু মিয়া (২৯) বিশ্বম্ভরপুর থানার লক্ষীপাড়া গ্রামের মো.আব্দুল হাইর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান, উদ্ধারকৃত আলামত ও আসামীকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সনের ৩৬(১) এর সারণি ১০(ক) এবং বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৪(খ) ধারা মূলে হস্তান্তর করা হয়েছে।