• ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মুক্তাদীর আহমদ মুক্তা বিটিভি’র সিলেট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২, ২০২১
মুক্তাদীর আহমদ মুক্তা বিটিভি’র সিলেট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন

সিলেট প্রতিনিধি :: বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সিলেট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মুক্তাদীর আহমদ মুক্তা। সম্প্রতি বিটিভির সিলেট প্রতিনিধি সাংবাদিক আজিজ আহমদ সেলিম মারা গেলে এ পদটি শূন্য হয়। নতুন নিয়োগের মাধ্যমে প্রয়াত আজিজ আহমদ সেলিমের স্থলাভিষিক্ত হলেন সাংবাদিক মুক্তাদীর আহমদ মুক্তা।

বাংলাদেশ টেলিভিশন-এর উপ-মহা পরিচালক (বার্তা) অনুপ কুমার খাস্তগীর স্বাক্ষরিত এক পত্রে ১ জানুয়ারি ২০২১ইং হতে এই নিয়োগ কার্যকর হবে বলে উল্লেখ করা হয়। সাংবাদিক মুক্তাদীর আহমদ মুক্তা দীর্ঘদিন থেকে সাংবাদিকতা পেশায় জড়িত। তিনি বাংলাদেশের প্রথম অনলাইন নিউজপেপার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-এর সিলেট প্রতিনিধি হিসেবে দায়িত্বপালন করেন।

তিনি দৈনিক উত্তরপূর্বের প্রধান বার্তা সম্পাদক ও দৈনিক সিলেট মিরর এর বার্তা সম্পাদকসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কাজ করেন। বিটিভির সিলেট প্রতিনিধি হিসেবে পেশাগত দায়িত্ব পালনে তিনি সকল মহলের সহযোগিতা চেয়েছেন।