• ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ছাতকে সোস্যাল ফোরাম সিলেটের মাস্ক বিতরণ

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২, ২০২১
ছাতকে সোস্যাল ফোরাম সিলেটের মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সিলেটে অবস্থানরত ছাতকের নাগরিকদের নিয়ে গঠিত অরাজনৈতিক সামাজিক সংগঠন ছাতক সোস্যাল ফোরাম সিলেট এর উদ্যোগে ছাতক শহরে জনসচেতনতা মূলক মাস্ক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

২ জানুয়ারী শনিবার ছাতক বহুমূখী উচ্চ বিদ্যালয়, ট্রাফিক পয়েন্ট, মধ্যবাজার, পশ্চিমবাজার ও কাস্টম রোড এলাকায় সাধারণ মানুষের মাঝে ফোরামের লগো সম্ববলিত মাস্ক বিতরন করা হয়।

মাস্ক বিতরনে অংশ নিতে শনিবার সকালে সিলেট ফোরামের আহবায়ক মুহিবুর রহমানের নেতৃত্বে ফোরামের একটি টিম ছাতকে যান । পরবর্তীতে ফোরামের সদস্যদের নিয়ে মাস্ক বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ছাতক সোস্যাল ফোরাম সিলেটের আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী মুহিবুর রহমান, সদস্য সচিব হাফিজ আহমদ, জাউয়া বাজার ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আব্দুল গফফার, এডভোকেট রেজাউল করিম তালুকদার, কর আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুর রহমান, ছাতক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী সহ ফোরামের সদস্যবৃন্দ।