• ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আয়েশা খানমের মৃত্যুতে নারী সমাজ অকৃত্রিম বন্ধু হারাল: প্রধানমন্ত্রী

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২, ২০২১
আয়েশা খানমের মৃত্যুতে নারী সমাজ অকৃত্রিম বন্ধু হারাল: প্রধানমন্ত্রী

বিবিএন নিউজ ডেস্ক :: মহিলা পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও নারীনেত্রী আয়েশা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘এই নারী নেত্রীর মৃত্যুতে দেশের নারী সমাজ একজন অকৃত্রিম বন্ধু ও সাহসী সহযোদ্ধাকে হারাল।’

প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান শেখ হাসিনা।

শনিবার ভোরে রাজধানীর নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে আয়েশা খানমকে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ক্যান্সারে ভুগছিলেন।