লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ: পহেলা জানুয়ারি, ২০২১ তারিখ সকাল ১০:টায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সুনামগঞ্জ জেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের বই বিতরন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: জসীম উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দ। জেলা প্রশাসক এসময় নতুন বই-এ প্রথম পাতায় ছাপানো মুজিবর্ষের লোগো দেখিয়ে কোমলমতি শিক্ষার্থীকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও ইতিহাস জানার জন্য বলেন সাথে সাথে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সকল শিক্ষার্থী বা অভিভাবকদেরকে একদিনে বিদ্যালয়ে জমায়েত না করে একাধিক দিনে বই বিতরন করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণকে অনুরোধ করেন।
জেলার পৌণে পাঁচ লাখ শিক্ষার্থীকে বই প্রদান করা হবে বলে শিক্ষা অফিস সুত্র জানান।