• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতকের আওয়ামীলীগ নেতা সিলেটে গ্রেফতার

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১, ২০২১
ছাতকের আওয়ামীলীগ নেতা সিলেটে গ্রেফতার

ছাতক প্রতিনিধিঃ  ছাতকে একটি মারামারি মামলার পলাতক আসামী আওয়ামীলীগ নেতা আবুল হাসনাতকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর পাঠানটুলা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-৯।

 

আবুল হাসনাত উপজেলার ভাতগাঁও ইউনিয়নের বাদে ঝিগলী গ্রামের আব্দুল লতিফের পুত্র ও ভাতগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে সিলেট নগরীর পাঠানটুলা এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করে হাসনাতকে। তিনি একটি সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী। শুক্রবার বিকেলে পুলিশ তাকে সুনামগঞ্জ জেল-হাজতে পাঠিয়েছে। ছাতক থানার ওসি (অপারেশন) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।