• ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

করোনা রোগীর অতিরিক্ত চাপ:উন্নত সেবা দিতে ব্যর্থ রয়েল লন্ডন হাসপাতাল,ই-মেইল ফাঁস

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১, ২০২১
করোনা রোগীর অতিরিক্ত চাপ:উন্নত সেবা দিতে ব্যর্থ রয়েল লন্ডন হাসপাতাল,ই-মেইল ফাঁস

বিবিএন নিউজ ডেস্ক : ধারনার চেয়ে বেশি করোনা রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসা সেবার মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে পূর্ব লন্ডনের বিখ্যাত রয়েল লন্ডন হাসপাতাল।
গত মঙ্গলবার হাসপাতালের বাইরে রোগী নিয়ে অ্যাম্বুলেন্স গুলোকে বাইরে অপেক্ষা করতে দেখা যায়। সারি সারি অ্যাম্বুলেন্সের ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
জানাযায় রয়েল লন্ডন হাসপাতালে মাত্র ৫দিনে ২০০ থেকে ৬৩৮ জন রোগী ভর্তি হন বক্সিং ডে’তে। আর এতেই ভেঙ্গে পড়ে স্বাস্থসেবা।

হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য ই-মেইল করে এনএইচএস প্রধানদের খবরটি স্বীকার করেনেন। আর এই ধরনের ই-মেইল কি পৌছায় সংবাদ মাধ্যম আইটিভি নিউজের হাতে। চিঠিতে বলা হয় আমরা আর উন্নমানের সেবা দিচ্ছি না কারন আমরা আর পারছি না। যদিও এটি আমাদের বৈশিষ্টের সাথে বেমানান।

নর্থ ইস্ট লন্ডনের প্রতিটি হাসপাতালই প্রতিনিয়ত রোগীদের নিয়ে লড়াই করতে হচ্ছে। হাসপাতালগুলোতে অপর্যাপ্ত অক্সিজেন সরবরাহসহ অপ্রতুল নাসিংয়ের সমস্যা প্রকট হয়ে পড়েছে।বিশ্বাস হোক বা না হোক বর্তমানে রয়েল লন্ডনের চেয়ে আশপাশের হাসপাতালগুলো ভালো সার্ভিস দিচ্ছি।কেন্টে হাসপাতালে একই অবস্থা হলেও রয়েল লন্ডনের মত নয় বলে জানিয়েছে।(ওয়ান বাংলা )