• ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্য প্রবাসী আশক আলী ও তার ভাতিজা আফিক আলীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার,থানায় জিডি

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২০
যুক্তরাজ্য প্রবাসী আশক আলী ও তার ভাতিজা আফিক আলীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার,থানায় জিডি

বিবিএন নিউজ ডেস্ক:ছাতকের নোয়ারাই ইউনিয়নের ছনখাইড় গ্রামের মৃত ইদন আলীর পুত্র আফিক আলী ও তার আপন চাচা যুক্তরাজ প্রবাসী আসক আলীর বিরুদ্ধে অশালিন ও আপত্তিকর বক্তব্য লিখে তাদের ছবি যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দেয়ার অপরাধে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বুধবার আফিক আলীর দায়েরী এ অভিযোগ ছাতক থানায় সাধারন ডায়রী(নং-১৪০৩) হিসেবে নেয়া হয়। অভিযোগ থেকে জানা যায়, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য আফিক আলী এবং তার চাচা যুক্তরাজ্য কিতলী আওয়ামীলীগের সাধারন সম্পাদক, কমিউনিটি নেতা ও ছাতক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য আসক আলীর বিরুদ্ধে প্রায় ৬ মাস ধরে কদর আলী নামক একটি ফেইসবুক আইডি থেকে কু-রুচিপূর্ন, উসকানীমুলক, আপত্তিক ও মিথ্যাচার সম্বলিত বক্তব্য লিখে পোষ্ট করে যাচ্ছে একটি কুচক্রী মহল। আইডির মালিক ছনখাইড় গ্রামের মৃত রোয়াজ আলীর পুত্র কাতার প্রবাসী কদর আলী এ কু-চক্রী মহলের সহায়তায় এসব করে যাচ্ছে। সমাজে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে তাদের বিরুদ্ধে ওই কদর আলী এসব লিখে ফেইসবুকে প্রচার করছে। সম্প্রতি আফিক আলী ও তার চাচার ছবি যুক্ত করে অকথ্য ভাষায় বেশ কিছু বক্তব্য লিখে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে তার এবং তার চাচাসহ পরিবারের মানহানী ঘটিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের হুমকী-ধামাকীসহ ভয়-ভীতি প্রদর্শন করে যাচ্ছে ফেইসবুকের মাধ্যমে। এতে পরিবার পরিজন নিয়ে আফিক আলী নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রবাসে থেকে কদর আলী তার ব্যবহৃত ফেইসবুক আইডি থেকে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে। স্থানীয় সূত্র মতে যুক্তরাজ্য প্রবাসী আসক আলী এক দানশীল কমিউনিটি নেত। তার দান করা ভুমিতে বর্তমানে নোয়ারাই ইউনিয়ন পরিষদ ভবন নিমর্তি হয়েছে। এ ছাড়া মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সব সময়ই সাহায্য সহযোগিতা করে আসছেন তিনি। এদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বিপুল পরিমানে আর্থিক সহয়তা করেছেন আসক আলী। করোনা পরিস্থিতে তার অর্থায়নে কয়েক দফায় অর্ধ লক্ষ্য মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। পবিত্র রমজান মাসে এলাকার অসহায় মানুষকে তিনি ও তার পরিবারের পক্ষ থেকে দেয়া হয় ঈদ সামগ্রি। এসব সামাজিক কর্মকান্ড ও দানশীলতার জন্য আসক আলী ও তার পরিবারের লোকজন এলাকাবাসীর কাছে এমেই প্রিয় হয়ে উঠছেন। পক্ষান্তরে যারা কাল্পনিকভাবে আসক আলী লন্ডনী, তার ভাতিজা আফিক আলীকে জড়িয়ে কুৎসা রটনা করছে তারা সমাজের ঘৃনিত ও চিহ্নিত মানুষ। এবস অপকর্মের পেছনে একটি কু-চক্রি মহল কাজ করছে বলে আসক আলীর পরিবারের ধারনা। আফিক আলী জানান, বিষয়টি অত্যন্ত জঘন্য ও নিন্দনীয়। তিরি এসব অপকর্মের তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে আইনের কঠুর হস্থক্ষেপ কামনা করেনে। এ ব্যবাপারে তিনি তথ্য প্রযুক্তি আইনে সুনামগঞ্জ আদালতে মামলা দায়েরে প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।