• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে মেয়ের ইটের আঘাতে প্রাণ গেল মায়ের

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২০
সুনামগঞ্জে মেয়ের ইটের আঘাতে প্রাণ গেল মায়ের

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় মানসিক ভারসাম্যহীন মেয়ের ইটের আঘাতে শফিকুন নেছা নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার আক্তারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শফিকুন নেছা ওই গ্রামের ইস্কন্দর আলীর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শফিকুন নেছার মেয়ে হালিমা বেগম (২২) মানসিক ভারসাম্যহীন। গত ৩-৪ বছর আগে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কামলাবাজ গ্রামে আলী নুরের সাথে হালিমার বিয়ে হয়। বিয়ের পর বেশিরভাগ সময় মানসিক ভারসাম্যহীন থাকায় বাবার বাড়ি আক্তাপাড়া গ্রামে বসবাস করে আসছিলেন তিনি। তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো।

সোমবার রাত ১০টার দিকে খাবার ও বিছানা গুছিয়ে দিতে গেলে শিকলে বাঁধা হালিমা পাশে থাকা ইট দিয়ে শফিকুন নেছার মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে শফিকুন নেছার মাথার মগজ থেঁতলে বেরিয়ে আসে। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন শফিকুন নেছাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ২টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় সুনামগঞ্জ থানা পুলিশ।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন জাগো নিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।