বিবিএন নিউজ ডেস্ক: ছাতকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত স্কুল ছাত্র মোমিন তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছে। জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামের বাসিন্দা, পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র মোমিন মিয়া দীর্ঘদিন যাবত ব্রেইন টিউমারে আক্রান্ত। সে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েও রোগ সারাতে পারছে না। এদিকে চিকিৎসা ব্যয় চালিয়ে যেতে পারছেন না তার দিনমজুর পিতা মাসুক মিয়া। মাসুক মিয়া ঢাকার একটি গার্মেন্টসে চাকুরী করে পরিবার চালাতে সক্ষম ছিলেন। করোনা মহামারী শুরুর সময়ে তার চাকুরীটাও চলে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। ডাক্তারদের পরামর্শে বর্তমানে তার ছেলে মোমিনকে ঢাকা আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স মেডিকেল হাসপাতাল ভর্তি করতে হবে। এতে অনেক টাকার প্রয়োজন রয়েছে। অসহায় পরিবারের পক্ষে তার চিকিৎসার টাকা যোগাড় করা সম্ভব নয়। কাজেই শিক্ষার্থী মোমিন মিয়া ও তার পরিবার সমাজের বিত্তবানদের সহায়তা চেয়েছেন। ২ ছেলে, ২ মেয়ে ও স্ত্রী নিয়ে মাসুক মিয়ার ৬ জন সদস্যের পরিবার। বর্তমানে তিনি পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। শিক্ষার্থী মোমিন মিয়ার জীবন বাঁচাতে চিকিৎসার জন্য দেশ বিদেশ ও সমাজের বিত্তবানদের সাহায্য পাঠাতে বিকাশ নাম্বার – ০১৭৭৯৩০৯০৫৭, ০১৭২০২৮৭৯২৭ তে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।