• ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জের সজীব রঞ্জন দাশ আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য হলেন

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২০
সুনামগঞ্জের সজীব রঞ্জন দাশ আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য হলেন

লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ: বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য হিসেবে স্থান পেয়েছেন সুনামগঞ্জের সন্তান, সুনামগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি , বাংলাদেশ ফেডারেশন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিআই) পরিচালক ও বিশিষ্ট ব্যাবসায়ী সজীব রঞ্জন দাশ।
সজীব রঞ্জন দাশ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ভাতগাও গ্রামের সন্তান, সিলেট শহরের বাঘবাড়ি ও ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করেন। ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির সাথে জড়িত ছিলেন। বিটিসিএল এর পরিচালক পদে তিনি আছেন। সজীব রঞ্জন দাশ কে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য নুুরু ইসলাম বজলু ,সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু।