• ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দিরাই পৌর সভায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে গেলেন মোশারফ,বিজয়ী বিশ্বজিৎ রায়

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২০
দিরাই পৌর সভায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে গেলেন মোশারফ,বিজয়ী বিশ্বজিৎ রায়

লতিফুর  রহমান  রাজু সুনামগঞ্জ :প্রথম ধাপে অনুষ্ঠিত হওয়া দিরাই উপজেলার পৌরসভায় আওয়ামীলীগ প্রার্থী বিশ্বজিৎ রায় ৫ হাজার ৯শ ১০ ভোট পেয়ে বেসরকারি বিজয়ী হয়েছেন। হাড্ডহাড্ডি লড়াইয়ে বর্তমান মেয়র মোশারফ হোসেন মাত্র ১শ৫৩ ভোটের ব্যবধানে হেরে গেলেন।
সোমবার (২৮ ডিসেম্বর) রাতে সহকারি রিটানিং কর্মকর্তা কার্যালয় থেকে ১২টি কেন্দ্রর ফলাফল ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার।
ভোট গ্রহণ সকাল ৮ থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগের বিদ্রেহী প্রার্থী বর্তমান মেয়র মোশারফ মিয়া জগ প্রতিক নিয়ে ৫হাজার ৭শ ৫৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
এবার দিরাই উপজেলায় প্রথম বারের মত ইলেট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট গ্রহণ করা হয়। কোনও প্রকার অপ্রতিকর ঘটনা ছাড়াই শান্তি পূর্ণ ভাবে ১২টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। তবে ইভিএম মেশিনের ধীর গতির কারণে এবং প্রথম বারের মত এই পদ্ধিতিতে ভোট হওয়ার কারণে ভোট গ্রহণ কতে কিছুটা বিলম্ব হয়।
মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী ইকবাল হোসেন চৌধুরী ধানের শীষ প্রতিকে ১হাজার ৯শ ৬০ ভোট। পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগ বিএনপির’র প্রার্থী ছাড়াও দুই দলের বিদ্রোহী এবং স্বতন্ত্র প্রার্থী সহ মোট আট জন প্রতিদ্বন্দিতা করছেন।
এ বার দিরাই পৌর নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে নির্বাচনের ফলাফলেই বলে দিচ্ছে মাত্র ১শ৫৩ ভোটের ব্যবধানে প্রথম বারের মত মেয়র নির্বাচিত হলেন বিশ্বজিৎ রায়।
এ ছাড়াও অন্যান প্রার্থী ভোট পেয়েছেন জাপা মনোনীত লাঙ্গল প্রতীকে অনন্ত মল্লিক ৩৫৭, জমিয়ত মনোনীত প্রার্থী খেজুর গাছ প্রতীকে হাফিজ মাওলানা লোকমান ৪৩৩, স্বতন্ত্র প্রার্থী এম আব্দুল কাইয়ূম চামুচ প্রতীকে ২৭৬, হেলমেট প্রতীকে সফিকুল ইসলাম সফিক ২৮৩, মোবাইল প্রতীকে রশীদ মিয়া ১৩৫ ভোট পেয়েছেন। মোট ভোট কাস্ট হয়েছে ১৫হাজার ১শ ১১। ভোট পড়েছে ৭০.৭৯ শতাংশ।
রিটার্নিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার নিউজসুনামগঞ্জ.কমকে জানান, শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহণ হয়েছে। কোনও প্রকার সংহিংসতার ছাড়াই ইভিএমে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।