বিবিএন নিউজ ডেস্ক :ইংল্যান্ডে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় (সোমবার ) রেকর্ড সংখ্যক ৪১,৩৮৫ জন আক্রান্ত হয়েছেন। যা মহামারি শুরুর পর থেকে সর্বাধিক। এর আগে সর্বাধিক আক্রান্ত হয়েছিলেন গত ২৩ ডিসেম্বর ৩৯,২৩৭ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ৩৫৭ জন। গতকাল রবিবার ছিলো ৩১৬জন, শনিবার ছিলো ২১০ জন শুক্রবার ছিলো ৫৭০ জন। মোট মৃতের সংখ্যা ৭১ হাজার ১০৯ জন। মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১,২৮৫ জন। গতকাল রবিবার ছিলো ৩০,৫০১ জন, শনিবার ছিলো ৩৪,৬৯৩ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ২৯ হাজার ৭৩০ জন। (দ্যা সান/ওয়ান বাংলা)
এদিকে ইংল্যান্ডে গত ২৪ ঘন্টায় হাসপাতালে মৃত্যু বরণ করেছেন ৩১৮। ওয়েলসে ১৫ জন। নর্দান আয়ারল্যান্ড, স্কটল্যান্ড আজও মৃত্যু খবর প্রকাশ করেনি। আগামী ২৯ ডিসেম্বর প্রকাশিত হবে বলে মনে করা হচ্ছে। সেদিন মৃত্যুর সংখ্যার রেকর্ড হতে পারে।