• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ড সোমবার অক্সফোর্ডের টিকা অনুমোদন দিতে পারে

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২০
ইংল্যান্ড সোমবার অক্সফোর্ডের টিকা অনুমোদন দিতে পারে

বিবিএন নিউজ ডেস্ক: ইংল্যান্ডে সোমবার  অনুমোদন পেতে পারে অক্সফোর্ড ইউনিভার্সিটির আবিষ্কার করা করোনা ভাইরাসের টিকা। এর এক সপ্তাহের মধ্যে তা সারাদেশে ছড়িয়ে দেয়া হতে পারে। এ খবরকে বৃটেনের জন্য একটি বড় ‘নতুন যুগের’ সূচনা বলে আখ্যায়িত করেছেন চ্যান্সেলর ঋষি সুনাক। এর ফলে সমাজে সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষদের টিকা দেয়ার ক্ষেত্রে পর্যাপ্ত টিকা খুব শিগগিরই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন ডেইলি মেইল। এতে আরো বলা হয়েছে, এর ফলে ফেব্রুয়ারির শেষ নাগাদ বৃটেনে করোনা ভাইরাসের কঠোর বিধিনিষেধ থেকে মুক্ত হতে পারে বৃটেন। অনুমোদনের কয়েক দিনের মধ্যেই অক্সফোর্ডের টিকা ‘গেম চেঞ্জিং’ হবে বলে অভিহিত করা হয়েছে। টিকা বিষয়ক মন্ত্রী নাদিম জাহাবি বলেছেন, এই টিকা সোমবার অনুমোদন দেয়া হতে পারে।

সারাদেশে এরপর ৪ঠা জানুয়ারি থেকে তা ছড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে। এ কর্মসূচিতে সহায়তার জন্য স্টেডিয়াম এবং কনফারেন্স সেন্টারগুলোর সহায়তা চাওয়া হয়েছে। এক পক্ষকালের মধ্যে মন্ত্রীরা ২০ লাখ মানুষকে এই টিকা প্রয়োগ করতে চান। ঋষি সুনাক বলেছেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে এই বিস্ময়কর টিকা বৃটেনের জন্য একটি নতুন যুগের আশা জাগিয়ে তুলেছে। তিনি আগেভাগে টিকা প্রয়োগ এবং বৃটিশ বিজ্ঞানী এবং জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস) বিভাগের সৃষ্টিশীল কাজের প্রশংসা করেন। বলেন, আগামী বছর হবে বিশ্বে বৃটেনের জন্য নতুন একটি যুগের প্রথম অধ্যায়। তিনি ব্রেক্সিট ইস্যুতে বলেছেন, ২০২১ সাল ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকা বা এর থেকে বেরিয়ে আসার পক্ষ বা বিপক্ষের হবে না। আগামী বছরটি হবে শুধুই বৃটেনে বিশ্বাসীদের।(ওয়ান বাংলা)