• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

ছাতকে কাউন্সিলর প্রার্থী কাউসার চিশতীর নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২০
ছাতকে কাউন্সিলর প্রার্থী কাউসার চিশতীর নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত

বিবিএন নিউজ ডেস্ক: ছাতকে কাউন্সিলর প্রার্থী কাউসার মিয়া চিশতীর নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আগামী ১৬ই জানুয়ারী ২০২১ ছাতক পৌরসভা নির্বাচনে পৌরসভার ৩ নং ওয়ার্ডবাসীর আয়োজনে মনোনীত কাউন্সিলর প্রার্থী কাউছার চিশতীর নির্বাচনী মত বিনিময় সভা পশ্চীম নোয়ারাই গ্রামের এডভোকেট মইনুল ইসলাম মজনু সাহেবের বাড়িতে আজ রবিবার সন্ধ্যার পর অনুষ্ঠিত হয়। জনাব ফরিদ আলীর সভাপতিত্বে, শাহেদ মিয়া ও আনসার মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় কোর’আন তেলওয়াত করেন সাজুল মিয়া।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কাউন্সিলর পদপ্রার্থী কাউছার চিশতী। বক্তব্যে কাউছার চিশতী বলেন, ভোটে নির্বাচিত হলে ওয়ার্ডের সব সমস্যা দূর করে ওয়ার্ডকে ডিজিটাল ওয়ার্ডে রুপান্তর করবেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এডভোকেট মইনুল ইসলাম মজনু, আগন মিয়া, আব্দুস শহীদ, আলাউদ্দিন, মঞ্জুর ইসলাম মঞ্জু, রহিদ আলী, সামছুল হক, বাতির মিয়া, জিয়াউল হক, মঈনুদ্দীন মিয়া, ইকবাল চিশতী, জমির হোসেন, আনোয়ার হোসেন, সামছুল ইসলাম কবির, মুক্তার আলী, ইলিয়াস আলী মোড়ল, গোলাম মোস্তফা, সাজন মিয়া, ফিরোজ মিয়া, সাব্বির মিয়া, বনাই মিয়া, এনাম মিয়া, আফরোজ মিয়া, লাল মিয়া, মনির মিয়া, শফিক মিয়া, বিরাম আলী, ফয়জুল ইসলাম, বাবুল মিয়া, ফরিদ মিয়া, পাবেল মিয়া, নিজাম উদ্দিন, প্রীতম, মোনায়েম, খছির, মহিন, কালা শাহ, টিটু, সিরাজ, সুজন, নিজাম, মামুন, কামিল, শাকিল, সাগর, ইমরান, মাহদী, লিটু, রুমন, গিয়াসউদ্দীন, জমসিদ মিয়া, শাওন, চন্দন, লিটন, আমির হোসেন প্রমুখ।