• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

পবিত্র ওমরাহ পালনে গিয়ে করোনায় আক্রান্ত হননি কেউ

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২০
পবিত্র ওমরাহ পালনে গিয়ে করোনায় আক্রান্ত হননি কেউ

 

বিবিএন নিউজ ডেস্ক: করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে সৌদি আরবে বন্ধ করে দেওয়া হয়েছিল পবিত্র ওমরাহ পালন। দীর্ঘদিন পর মক্কার দুয়ার মুসলমানদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়। এরপর এখন পর্যন্ত ৫০ লাখ ওমরাহ পালনকারী এবং মুসল্লি গ্র্যান্ড মসজিদে ইবাদত করেছেন।

তবে ওমরাহ ও ইবাদত করতে গিয়ে কেউই করোনাভাইরাসে আক্রান্ত হননি।

এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে সৌদি আরবের সংবাদমাধ্যম গালফ বিজনেস।
সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বেনতেনের বরাতে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) থেকে এ তথ্য নিশ্চিত হয়েছে গালফ বিজনেস।

করোনার বিস্তার রোধে গত মার্চে ওমরাহ স্থগিত করে সৌদি আরব। পরে সেপ্টেম্বরে দেশটি জানায়, তারা ধাপে ধাপে ওমরাহ চালু করবে। এরই ধারাবাহিকতায় গত ৪ অক্টোবর থেকে আবারও ওমরাহ চালু করে দেশটি।সূত্র: গালফ বিজনেস/বিডি প্রতিদিন